বরিশাল নগরীর ঈদগাহ ময়দান সংলগ্ন ভাটার খাল বস্তিতে সম্প্রতি হামলা এবং পাল্টা হামলার ঘটনায় গুরুতর আহত বিএনপি নারী সমর্থক মায়া বেগম নামে এক তিন সন্তানের জননী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার ( ৩ রা নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজের তার মৃত্যু হলে তারপর থেকেই এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে নিহতের পরিবার এবং স্থানীয়রা রোববার মধ্যরাতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ভাটার খাল এলাকার বাসিন্দা রুহুল আমিন অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর দুপুরে এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী সমর্থক রুহুল আমিন ও তার সহযোগিরা হামলা চালায়।
এ হামলায় মায়া বেগম, তানিয়া বেগম ও শিল্পী বেগম গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মায়া বেগম মারা যান।
মায়া বেগমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হামলার অভিযোগ সম্পর্কে মোবারক হোসেন জিদনী জানান, হামলার সময় উভয় পক্ষের মধ্যে পাল্টা হামলার ঘটনস ঘটেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নিহত মায়া বেগমের স্বজনদের থানায় মামলা দায়েরের জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে।