ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের আনন্দ মিছিল বের করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা।
জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গফরগাঁও ও পাগলা থানা বিএনপির অন্যতম নেতা এ্যাড. আল ফাতাহ্ খানের নির্দেশে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় পালের বাজার থেকে বের হয়ে ইউনিয়নে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।