বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত ঐ কমিটিতে আহ্বায়ক হিসেবে আবির হোসেন আবিদ এবং সদস্য সচিব হিসেবে নূর হোসেন নয়নকে মনোনীত করে ৬৭ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ জাতীয়তাবাদীর প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসেন সরকার এবং কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহাসিন হাবিবের যৌথ স্বাক্ষরিত সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন করা হয়। কমিটিকে আগামী ৯০ কার্য দিবসের মধ্যে সাতক্ষীরা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটির গঠন করে কেন্দ্রে প্রেরণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।