পূর্ব সুন্দরবনের শরণেখোলা রেঞ্জের ঐতিহ্যবাহী দুবলার জেলে পল্লীর চারটি চরে আজ ৪ নভেম্বর থেকে শুঁটকি উৎপাদন মৌসুম শুরু হয়েছে। এজন্য বন বিভাগ থেকে অনুমতি(পাস) গ্রহণ করে দশ সহশ্রাধিক জেলে প্রায় দেড় হাজার ট্রলার ও নৌকা নিয়ে মৎস্য ব্যবসায়ী চরগুলিতে পৌছে শুঁটকি কার্যক্রম শুরু করবে। এ সময় আলোর ঝলকানিতে মুখরিত হয়ে উঠবে এলাকাগুলো। গত বছর এ মৌসুমে এ খাত থেকে ৭ কোটি ২৩ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। চলতি মৌসুমে সরকারী রাজস্ব আয়ের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ কোটি টাকা। জেলেদের নিরাপত্তায় বন বিভাগ নৌবাহিনী কোষ্টগার্ডের নজরদারী থাকবে। শুটকি সংক্রান্ত কাজে অস্থায়ী ঘর নির্মানে বনের কোনো গাছ ব্যবহার না করার জন্য বন বিভাগ থেকে নির্দেশ দেয়া হয়েছে। জেলেদের আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে চরের বিশাল এ জনগোষ্ঠির সুপেয় পানির সংকট এবং চিকিৎসা ব্যবস্থা প্রদানে কোনো উদ্দ্যোগ গ্রহণ করা হয়নি বলে ফিসারম্যান গ্রুপ জানিয়েছে।
বন বিভাগ সুত্র জানায়, সুন্দরবন থেকে রাজস্ব আয়ের বড় অংশ আসে এই শুঁটকি খাত থেকে। এ মৌসুমে দুবলা জেলে পল্লী টহলফাড়িঁর আওতাধীন সাগরতীরবর্তী আলোরকোলে ৮২৫ টি জেলে ও শুঁটকি সংরক্ষণ ঘর, ৯০ টি দোকান ও ৫১ টি ডিপো ঘর নির্মানের অনুমতি দিয়েছে বনবিভাগ। ৪টি চরের মধ্যে এটি বড় ও আকর্শণীয়। এ চরটি রাতের বেলায় আলোর ঝলকানীতে মনে হবে একটি মিনি শহর। দর্শনার্থীরাও এ চরটি দেখার জন্য ছুটে আসে। দ্বিতীয়টি হচ্ছে নারকেল বাড়িয়ার চর, যেখানে ৯৫ টি জেলে ঘর, ২ টি দোকান ও ৪টি ডিপো স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। শ্যালার চরে রয়েছে ৭৫ টি জেলে ঘর, ২টি দোকান, ৪টি ডিপো ও মাঝের কিল্লয় ৪০ টি জেলে ঘর ৫টি ডিপো রয়েছে। মাছ শুকানোর জন্য চাতাল, মাচা বানাতে সুন্দরবনের কোনো গাছ ব্যবহার না করার জন্য বন বিভাগ কঠোর নির্দেশনা প্রদান করেছে।
দেশের সামুদ্রিক শুটকি উৎপাদনের অন্যতম অঞ্চল শরণখোলা রেঞ্জের দুবলার চর। বঙ্গোপসাগর থেকে আহৃত লইট্যা, ছুরি, চিংড়ি, লাখা, জাবা, পোয়া মাছ থেকে তৈরি শুটকি দেশের চাহিদা মিটিয়ে বাছাইকৃত শুটকি বিদেশে রপ্তানি করা হয়। এ ছাড়া জেলেদের জালে ধরা পড়া ছোট প্রাজাতির মাছ, কাঁকড়া ও জলজ প্রাণী শুকিয়ে তা দিয়ে ফিস ফিড তৈরি করা হয়। আহৃত মাছ বাছাই করে জাত অনুসারে শুটকি করে থাকে। এ জেলে পল্লীতে জেলেদের মাছ আহরণ ও শুটকি প্রকৃয়াকরনের উপর ভিত্তি করেই বন বিভাগের রাজশ্ব আয় হয়ে থাকে।
আইডি কার্ডের বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, আইডি কার্ড থাকলে জেলেদের সঠিক সংখ্যার পাশাপাশি কোন মহাজনের জেলে তা জানা সহজ হবে। এই আইডি কার্ডে প্রত্যেক জেলের ছবি, জাতীয় পরিচয় পত্রের তথ্য, মহাজন-বহদ্দারের নাম এবং ঘরের নম্বর সংযুক্ত থাকবে। ফলে, কোনো জেলে বন বা অন্য কোনো অপরাধে জড়িত হলে অথবা কোনো কারণে মৃত্যু হলে আইডি কার্ডের মাধ্যমে সেই জেলেকে সনাক্ত করা যাবে। বনবিভাগ ও ফিশারমেন গ্রুপের মাধ্যমে চরে বসেই প্রত্যেক জেলের ছবি তোলার ব্যবস্থা করা হবে। কার্ডের মাধ্যমে অপরাধ প্রবনতা এবং শিশু শ্রমও কমে আসবে।
শরণখোলা উপজেলা সিপিপির টিম লিড়ার মোঃ মাহবুবুর রহমান মিন্টু ফকির জানায়, দূযোগকালীন সময় জেলে ও ব্যবসায়ীদের সহায়তা প্রদানের জন্য ৬০ জন সদস্যকে নিয়ে ৬টি টিম গঠন করা হয়েছে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সার্বক্ষণিক খোজখবর নেয়ার জন্য দুবলা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সিপিপির একটি অফিস নেয়া হয়েছে। যাতে তাৎক্ষনিক চরে বার্ত প্রদান করা যায়।
দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল আহম্মেদ মুঠোফোনে বলেন, সাগরে অবরোধের কারণে শুটকি আহরণ প্রকৃয়া ১৫ দিন পিছিয়েছে। যে কারণে জেলেরা ৪ নভেম্বর দুবলার চরে এসে শুটকি কার্যক্রম শুরু করবে। বরিবার ৩ নভেম্বর রাত ১২ টার পরে দেশের বিভিন্ন এলাকা থেকে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা রওয়ানা হবেন। তিনি বলেন সুন্দরবনে ডাকাত ও দলদস্যু মুক্ত পরিবেশ থাকায় নির্বিগ্নে মাছ আহরণ ও শুটকি উৎপাদন করতে পারবেন। মাছ শুটকি করণ হলে ট্রলার ও কার্গো বোঝাই করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে পাঠাবেন। তিনি আরও বলেন চলতি বছরে বঙ্গোপসাগরে নিম্ন চাপের আসংখ্যা রয়েছে। ফলে দুবলার চরে বসবাসকারী জেলেরা জরাজীর্ণ আশ্রয়কেন্দ্র থাকায় ভীতির মধ্যে রয়েছে।
সুন্দরবন বিভাগের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহলফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান জানান, প্রায় ২হাজার ট্রলার ও নৌকা নিয়ে মৎস্য আহরণ ও শুটকির কাজে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মার্চ মাস পর্যন্ত সাগরে মাছ আহরণ ও শুটকি করবেন। শুটকি খাতেগত বছর এ মৌসুমে এ খাত থেকে ৭ কোটি ২৩ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। চলতি মৌসুমে সরকারী রাজস্ব আয়ের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ কোটি টাকা।জেলেদের নিরাপত্তা দিতে বন বিভাগ কোষ্টগার্ড নৌবাহিনী ও পুলিশ কঠোর নজরদারী করবে।