১৩ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশের নির্বিগ্নে প্রজননের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা উঠেছে (৩নভেম্বর)। সোমবার থেকে দেশের সকল নদণ্ডনদী ও সাগরে আবার শুরু হয়েছে ইলিশসহ সব ধরণের মাছ আহরণের মহোৎসব। হাজার হাজার জেলে দীর্ঘদিন অবসর সময় কাটিয়ে জীবন বাজি রেখে সাগরে যাওয়ার জন্য নিজ নিজ ট্রলারে ফিরেছেন। সেই লক্ষ্য নিয়ে বাগেরহাটের শরণখোলার মৎস্য আড়ত ও জেলেপল্লী উৎসবমুখর হয়ে উঠছে। অসংখ্য ফিসিং ট্রলারে বাজার, তৈল, বরফ তোলা, জাল মেরামত ও নতুন জাল সংযোজন করার কাজে ব্যাস্ত রয়েছে। এদিকে ৬৫ দিন ও ২২ দিনের অবরোধের মাঝে ৭৮ দিনে দফায় দফায় দূর্যোগের কারণে লাখ লাখ টাকা লোকশানের মুখে পড়লেও আল্লাহর উপর ভরসা রেখে ধার দেনা করে সাগরে মৎস্য আহরণে যওয়ার অপেক্ষার প্রহর গুনছে জেলরা। লোকশানে পড়া জেলেদের মাঝে হতাশা বিরাজ করছে।
২ নভেম্বর(শনিবার) সকাল থেকে শরণখোলা উপজেলা সদর রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে অসংখ্য ট্রলার এসে ভিড়েছে। ব্যবসায়ী ও জেলে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছে জেটিতে জাল, তেলের ড্রামসহ বিভিন্ন মালামাল সংগ্রহের জন্য। আবার কেউ কেউ বরফ নিয়ে ভরছেন ট্রলারে। মহাজন, আড়ৎদার ও ট্রলরা মালিকরা নিজ নিজ গদিতে হিসাব-নিকাশ নিয়ে ব্যস্ত।
রাজৈর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি রায়েন্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সরোয়ার হোসেন এবং ফিসিং বোর্ড মালিক রিয়াদুল শরিফ ও আব্বাস মাঝি জানান, ৬৫ দিনের অবরোধের পর ২২ দিনের অবরোধের মাঝে ইলিশ আহরনের যে সময় ছিলো তার মধ্যে দফায় দফায় দূর্যোগের কবলে পড়ে ইলিশ আহরণ করা সম্ভব হয়নি। যে কারণে জেলে ও মৎস্যব্যবসায়ীরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে লোকশানের মুখে পড়ে। যদি এখন কোনো দূর্যোগ না হয় তবে আল্লাহ সহায় হলে এ লোকশান কাটিয়ে ওঠা সম্ভব হবে। ফিসিং ট্রলারগুলো অবরোধ শেষে ইলিশ আহরনে যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। পূর্ণিমার সময় ডিম ছাড়ার জন্য ঝাকে ঝাকে মা ইলিশ সাগর থেকে শাখা নদণ্ডনদীতে উঠে আসে। ট্রলিংয়ে মাছ ধরার কারণে অসংখ্য ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংশ হচ্ছে। ফলে মৎস্য সম্পদ বৃদ্ধি বাধাগ্রস্থ হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন। এ ছাড়া ৬৫ দিনের অবরোধের সময় ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে ট্রলিংয়ে মাছ ধরে নিয়ে যায়। এতে দেশীয় জেলে-মহাজনরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে ভারতীয় জেলে-মহাজনরা। কিন্তু ২২ দিনের অবরোধে প্রশাসনের কঠোর নজরদারির কারণে ভারতীয় জেলেরা আগের মত মাছ ধরতে পারেনি।
শরণখোলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের নের্তৃত্বে সেনাবাহীনি নৌপুলিশ আনসার ও উপজেলা টাক্সফোর্স কমিটির সদস্যদের নিয়ে তদারকি করা হয়েছে। এ ছাড়া অবরোধ সফল করতে জেলেদের সচেতন করার জন্য উপজেলার বিভিন্ন হাটে বাজারে শতশত জেলেদের নিয়ে সভা সমাবেশ, মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সরকার নিষেধাজ্ঞার সময়ে নিধারণ করেছে। সেভাবেই নিষেধাজ্ঞা সফলে আমরা কাজ করেছি। অন্যান্য বছরের মতো এবারও শরণখোলার জেলে-মহাজনরা যথাযথভাবে নিষেধাজ্ঞা পালন করেছেন। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞাতা।