আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রকিব সোমবার সকালে বিদ্যালয়টি পরিদর্শনে যান। তিনি সকল শ্রেণিতে গমন করে ক্লাস পরিদর্শণ করেন। পরিদর্শনকালে ১ম ও ২য় শ্রেণির সকল শিক্ষার্থীরা যাতে বাংলা ও ইংরেজি রিডিং পড়তে পারে সে ব্যবস্থা নেওয়া, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন প্রস্তুতি নেয়া, বিদ্যালয়ের সামনে নদী খননকালে স্তুডকৃত মাটি অপসারনের ব্যবস্থা করার নির্দেশণা প্রদান করেন এবং একটি নতুন স্কুল ভবন নির্মানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। এ সময় সহকারী শিক্ষক স ম মাহবুবর রহমান, সন্যাসী মন্ডল, অদ্বিতী আমিন ও পিংকী মন্ডল উপস্থিত ছিলেন।