রংপুরের পীরগাছায় যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দুরে রাখতে স্থানীয় সুখানপুকুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যুব ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে সুখানপুকুর হেলিপ্যাড মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
স্থানীয় যুব উজ্জীবন ক্রীড়া শিক্ষা ও সামাজিক সংগঠনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখানপুকুর সমাজ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক জুয়েল হোসেন মন্ডল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান রেজা, সুখানপুকুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও ইউপি সদস্য আনোয়ার হোসেন, যুব উজ্জীবন ক্রীড়া শিক্ষা ও সামাজিক সংগঠনের সভাপতি আবদুল কাদের, পীরগাছা কিন্ডার গার্টেন এর চেয়ারম্যান আবদুল মাজেদ, পীরগাছা বালিকা মাদ্রাসার অধ্যক্ষ সেকেন্দার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোহেল তানভীর। এর আগে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজক কমিটির সদস্যরা। উদ্বোধনী খেলা যুব উজ্জীবন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে তালুক ইসাদ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।