নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে চুরিকাঘাতে চাচিকে হত্যার অভিযোগে ইমরান খান আকাশ (২৬) নামের ছাএলীগ নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, এলাকাবাসী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শনিবার ও সোমবার বিকেলে কুতুবপুর ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে ও স্হানীয় বিএনপি এই কর্মসূচি পালন করে। এতে অভিযুক্ত ইমরান খানকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তারা। এর আগে বুধবার (৩০ অক্টোবর) রাতে কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের জমির খার বাড়ীতে এ ঘটনা ঘটে। গতকাল হাসপাতালেলে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।অভিযুক্ত ইমরান খান জাহাঙ্গীর আলম মানিকের ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওয়ার্ডের কমিটির সহসভাপতি বলে জানা গেছে। নিহত ঐ নারীর নাম তাজনেহার বেগম (৪৬), তিন কন্যা সন্তানের জননী ও সম্পর্কে ইমরান খানের আপন চাচি। আটমাস আগে তার স্বামী আলমগীর খান মারা যান। বুধবার রাতে অভিযুক্ত ইমরান তার সহযোগীদের নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। মানববন্ধনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমাম উদ্দিন, বিএনপি নেতা মমিনুল্লাহ, সমাজসেবক জাহাঙ্গীর আলম হিরন সহ এলাকার লোকজন শিক্ষা প্রতিষ্ঠান সহ স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ বলেন, ‘স্বামীহারা ওই নারীকে হত্যার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার ইমরান খান আকাশকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে দ্রুত বিচার কার্যকর করতে হবে। তিনি আরো বলেন প্রশাসন যে রকম সহযোগিতা চায় তারা তা করতে প্রস্তুত। এইদিকে কুতুবপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমাম উদ্দিন বলেন, একে ফাঁসিতে না ঝুলালে ওই নারীর আত্মা শান্তি পাবে না। বেগমগঞ্জ থানার (ওসি) লিটন দেওয়ান আমাদের প্রতিবেদককে বলেন আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।