হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক পর্যায়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের গণতির ভয় দুরতে করতে খেলতে খেলতে গণিত শেখা মেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল থেকে সারা দিন ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চবিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার ধর্মঘর ক্লাষ্টারের ২৩ টি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করেন।গণিত মেলায় শিক্ষার্থীরা খেলতে খেলতে গণিত চর্চার পাশাপাশি নিজস্ব চিন্তা চেতনা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে ২৩ টি ষ্টলে গণিতের চর্চা করেছে। খেলতে খেলতে সহজে বিভিন্ন উপকরণ দিযে গণিত শেখানো হয়েছে।মাধবপুরে এই প্রথম এমন গণিত মেলায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক উচ্ছসিত। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক মাহমুদুল হাসান রনি বলেন,গণিতের প্রতি শিক্ষার্থীদের অজানা ভয় কাজ করে।এ কারণে ছাত্রছাত্রীরা গণিত চর্চা করতে চায়না।তাই শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত মেলার আয়োজন করা হয়েছে। মেলায় তারা হেসে খেলে গণিতের চর্চা করেছে।এতে তারা গণিতের প্রতি আরো আগ্রহী হয়ে উঠেছে।উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম জানান,গণিত ভালভাবে চর্চা করলে এটি মজাদার হয়ে উঠে।কিন্তু সঠিক চর্চা ও কৌশলের কারণে আমাদের কোমলমতি শিশুদের কাছে গণিত যেন ভীতিকর বিষয়।গণিতের জড়তা দূর করতে গণিত মেলার আয়োজন করা হয়েছে। মেলায় শিক্ষার্থীরা হাতে কলমে অনেক কিছু শিখেছে।এতে গণিতের তাদের ভয় কেটে যাবে।সুলতান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ফারুক মিয়া বলেন,গণিত মেলায় অংশগ্রহণ করতে পেরে আমাদের খুব ভাল লেগেছে।কারন গণিত নিয়মিত চর্চা করলে খুব সহজেই শেখা যায়।আজ মেলায় আমরা অনেক কিছু শিখেছি।এ উপলক্ষে মেলায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল,চৌমুহনী ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন, সাবেক সভাপতি আলা উদ্দিন আল রনি,যুগ্ম প্রমূখ।