কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতীয় পার্টির কার্যালয়ের সাইনবোর্ড ও জানালা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে শহরের হাউজিং কদমতলায় অবস্থিত জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিস আহম্মেদ খান টিটু জানান,রাত আড়াইটার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও মটরসাইকেলে ৮ থেকে ১০জন যুবক কার্যালয়ের সাইনবোর্ড ও জানালা ভাঙচুর করতে থাকে। শব্দ শুনে অফিসের দেখভালের দায়িত্বে থাকা স্বপন বেড়িয়ে আসলে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে গেট খুলে দিতে বলে। স্বপন তাদেরকে জিজ্ঞাসা করে আপনাদের রাগ কার উপর। তারা বলে অন্য কেউ না সাইনবোর্ডের উপর। এ সময় সাথে থাকা একজন অফিসে আগুন ধরিয়ে দেওয়ার কথা বলে। পরে স্বপন ও ঘটনাস্থলে আসা স্থানীয় কয়েকজনের অনুরোধে তারা সাইনবোর্ড ফেলে রেখে চলে যায়। জাতীয় পার্টির এই নেতা আরো জানান,রাতেই পুলিশকে ফোন দেওয়া হয়েছিল। কিন্তু তারা আসেনি। অভিযোগের বিষয়ে উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলেন। পরে সোমবার (৪ নভেম্বর) সকালে কার্যালয় পরিদর্শন করে গেছে থানা পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান,জাতীয় পার্টির অফিসে এমন একটি ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভাঙচুর ঠিক নয়। সাইনবোর্ড খুলে ফেলে রেখে গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।