নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের শালিয়ারভিটা গ্রামে শ্যামাপূজার উৎসবে অতিরিক্ত মদপানে বিমানেশ অধিকারী (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামাপূজার উৎসবকে ঘিরে গত ২ নভেম্বর রাতে বিমানেশসহ কয়েকজন মদপান করেন। এরপর গত রোববার সন্ধ্যায় বিমানেশ অসুস্থ হয়ে পড়েন। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাত ৮টার দিকে মারা যান। বিমানেশ পেশায় মুলিয়া বাজারের মোবাইল ফোন মেকানিক ছিলেন। তার মৃত্যুতে মুলিয়া বাজারে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়। সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।