নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী নোয়াখালী মহাসড়কের সেবারহাট বাজার সংলগ্ন তিন পুকুরিয়া নামকস্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এরা হচ্ছে ঃ বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের কলিম উদ্দিন ব্যাপারী বাড়ির আলী মিয়ার ছেলে মোঃ ইয়াছিন (৩৫) ও সুবর্নচর উপজেলার মোঃ তুহিন (৩৩)। এ ঘটনায় আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেতার নাম পরিচয় নিশ্চিতহওয়া যায়নি।।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, রোববার রাত ৮টারদিকে সেবারহাট বাজারের ঢাকা মেটালের মালিক আবুল কালামের দোকানের কর্মচারীর সঙ্গে দেখা করতে তিন আত্মীয়মোটরসাইকেল নিয়ে সেবারহাট আসার পথে ফেনী-নোয়াখালী মহাসড়কের তিন পুকুরিয়া নামকস্থানে পৌছলে দ্রুত গতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থালে মোঃ তুহিন মারা যায়। এ সময় স্থানীয়রা আহত অপর দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মোঃ ইয়াছির মারা যায়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। দুর্ঘটনায় পতিত মোটরসাইকেটি তাদের হেফাজতে রয়েছে। তবে, বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযযোগ দেয়নি বলে জানান ওসি রুহুল আমিন। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।