বালু ব্যবসায়ীদের কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও বিএনপি নেতাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, হামলাকারীরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসানের সহযোগি।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজ সরদার। তিনি বলেন, গত ৩ নভেম্বর বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ তুহিন মীর ও তার সহযোগি লিটন মীর, মামুন ফরাজী, পিপলু জমাদার, আকবর আলী, তাজ, মাহমুদুল হাসান, রাজিব, রাসেল, মেহেদী, জুবায়েরসহ ২০/২৫ জনে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় বালু ব্যবসায়ীদের দোকানে গিয়ে দুই লাখ টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় বালু ব্যবসায়ী মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের খান ও তার ছেলে সোহানকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এ সময় আবদুল কাদেরের মেয়ে ইতি আক্তার তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গুরুত্বর আহত বিএনপি নেতা আবদুল কাদের খানকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে হামলাকারীরা সেখান থেকে তাকে (কাদের) অপহরণ করে নার্স কোয়াটারে নিয়ে হত্যার চেষ্টা চালা। এ সময় কাদের খানের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজ সরদার আরও বলেন, হামলাকারীরা সবাই মেহেন্দীগঞ্জের সন্তান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের ঘনিষ্ঠ সহযোগি। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অভিযুক্ত উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ তুহিন মীর সাংবাদিকদের জানিয়েছেন, দলীয় অভ্যন্তরীন বিরোধের জেরধরে তাকে জড়িয়ে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে। চাঁদা দাবি কিংবা হামলার সাথে তার কোন সম্পৃক্ততা নেই।