নিষেধাজ্ঞার ২২দিন পর সোমবার দুপুর থেকে বরিশালের বাজারে দেখা মিলেছে রূপালী ইলিশ। প্রথমদিনেই নগরীর পোর্ট রোডস্থ বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ ক্রেতা ও বিক্রেতাদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।
যদিও ক্রেতারা বলেছেন, নিষেধাজ্ঞা শেষে বাজারে বিভিন্ন প্রজাতির মাছের দেখা মিললেও দাম তেমনভাবে কমেনি, সেইসাথে নতুনের সাথে পুরাতন ইলিশ মিলিয়ে বিক্রি করা হচ্ছে।
অপরদিকে আড়তদাররা বলছেন, গত বছর নিষেধাজ্ঞা শেষে প্রথমদিনে যে পরিমাণ ইলিশ বাজারে এসেছিলো এবারে তার থেকে আমদানি খুব কম। যাও বা আসছে তার মধ্যে ফ্রেশ মাছের সংখ্যাই বেশি। পাশাপাশি ইলিশের আমদানি যতো বাড়বে, ততো বাজারে মাছের দাম কমবে। তবে মৎস্য দপ্তর এটিকে অভিযানিক সফলতা হিসেবে দেখছেন।
জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, বাজারে বিগত সময়ের মতো বড় ইলিশের আমদানি তেমন একটা নেই, এবারে ছোট সাইজের মাছের আধিক্য বেশি, তবে এটি বলে দেয় মা ইলিশ প্রচুর ডিম ছেড়েছে।
তিনি আরও বলেন, প্রথমদিনে বাজারে ইলিশের আমদানি কম মানে, নদণ্ডনদীতে অভিযানের তৎপরতার কারণে তেমনভাবে ইলিশ শিকার করতে পারেনি কেউ। তবে বড় বড় ফিশিং বোট সাগরে গিয়ে মাছ শিকার শেষে ফিরে আসার পর বাজার দর নিন্মমুখী হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে মৎস্য আড়ৎদাররা জানিয়েছেন, নিষেধাজ্ঞা শেষে বেশিরভাগ ফিশিং বোট সোমবার সকালে সাগরের উদ্দেশ্যে রওয়া দিয়েছে এবং অবস্থা বুঝে তারা আবার তীরে আসবে। ইলিশসহ যত বেশি মাছ আহরণ হবে বাজারে মাছের দাম ততো কমবে বলেও তারা জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, বাজারে ছোট আকারের (প্রতি কেজিতে ৪-৫ টা) ইলিশ বিক্রি হচ্ছে ৫ থেকে ৬শ’ টাকার মধ্যে। এরচেয়ে বড় সাইজের ইলিশের কেজি ১৪ থেকে ১৫শ’ টাকা করে বিক্রি করা হচ্ছে। বাজারে ইলিশের পাশাপাশি দেখা মিলেছে নদীর পাঙাসসহ বিভিন্ন প্রজাতির চিংড়ি, পোয়া, বাইলা, আইর, রিডা, কোরালসহ বিভিন্ন ধরনের মাছ।