প্রবীণ প্রতিবন্ধীদের অধিকার ও অন্তর্ভূক্তিকরন মতবিনিময় সভা সোমবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের পতিহার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা কারিতাসের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এসডিডিবি প্রকল্পের পতিহার ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ও প্রতিবন্ধী ইউনিয়ন ফোরামের সভাপতি ইস্তফান গোমেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, কারিতাসের এসডিডিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা পল রায়, সমাজ সেবক প্রদীপ রায়, দীপ্তি বিশ্বাস, এসএম শাজাহান, আবদুল মান্নান, প্রতিবন্ধী ফাহাদ ফকির, ঝুমা কর, এ্যানিমেটর সুনীল মল্লিক, সহায়িকা লীলা বিশ্বাস প্রমুখ।