উপকূলীয় বরগুনা জেলায় পূর্বের ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে বামনা উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে ও জেলার সংসদীয় আসন বিন্যাস কমিটির বাস্তবায়নে উপজেলা সদরের গোলচত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ রানা’র সভাপতিত্বে প্রায় ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধনে দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এর আগে সকাল ১০টায় বামনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পূর্বের সংসদীয় আসন পুনর্বহালের দাবীর যৌক্তিক বিষয়গুলো লিখিত ভাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয়। পরে গোলচত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান এনায়েত কবীর হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ইকবাল কোরাইশী বাবু, আজাদুল হক হিমু, উপজেলা যুবদল আহ্বায়ক খোরশেদ আলম দিপু সিকদার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক নাসির জোমাদ্দার, বামনা মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক হোসেন আলী খান, সরকারী বামনা ডিগ্রি কলেজের প্রভাষক গৌতম রায় ও ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সালেহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও সুশিল সমাজের নেতৃবৃন্দ। মানববন্ধনটির সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান নাজির ধলু।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নীল নকশা অনুযায়ী তৎকালীন ফকরুদ্দীন মঈনুদ্দিন এর পুতুল তত্ত্বাবধায়ক সরকার বরগুনার ৩টি আসনকে ভেঙ্গে ২টি আসন করেন। ভৌগোলিক দিক থেকে হিসাব করলে পূর্বের ৩টি আসন সঠিক ছিলো। বর্তমানের বরগুনা-২ আসন বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলা নিয়ে গঠন করা হয়েছে অথচ পাথরঘাটা ও বামনা হয়ে বেতাগী যেতে বিষখালী নদী পার হতে হয়। তেমনি বরগুনা ১ আসনের বরগুনা থেকে আমতলী ও তালতলী যেতে প্রমত্তা পায়রা নদী পার হতে হয়। অথচ ২০০১ সালের নির্বাচনে বেতাগী ও বরগুনা নিয়ে একটি আসন, আমতলী তালতলী নিয়ে একটি ও পাথরঘাটা ও বামনা উপজেলা নিয়ে একটি আসন সহ মোট ৩টি আসন ছিলো। যেখানে কোন নদী ছিলো না। তাই আমরা পুনরায় পূর্বের ৩টি আসন চাই। আমাদের দাবী না মানা হলে আরো কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।