মাদক,সন্ত্রাস ও চুরি ঠেকাতে আমি নিরলসভাবে কাজ করতে চাই। আইনশৃংখলা রক্ষার জন্য সর্বপ্রথম সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন এজন্য পুলিশ সাংবাদিক আমাদের একই ফ্রেমে থাকতে হবে। শনিবার (২নভেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপর্যুক্ত কথাগুলো বলেন নবাগত থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক হিরু। প্রেসক্লাব সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে উপজেলার মাদক,জুয়া,চুরি ও জমিসংক্রান্ত বিরোধ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধওে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সম্পাদক মোঃ বিপ্লব,সিনিয়র সাংবাদিক নুরুল হক,আনিসুর রহমান বাকি,ছবিকান্ত দেব,সাবেক সভাপতি ফারুক আহম্মদ,সাবেক সম্পাদক আনোয়ার হোসেন,অর্থও দপ্তর সম্পাদক জিয়াউর রহমান,প্রচার সম্পাদক বিজয় রায়,সদস্য একে আজাদ,নাজমুল হোসেন,সবুজ আলী প্রমুখ। উপস্থিত ছিলেন, এএসআই বকুল,সহ-সভাপতি আনোয়ার হোসেন,তাহেরুল ইসলাম তামিম,অভিশেখ রায় প্রমূখ।