পৃথিবীর প্রত্যেকটি মানুষের মৃত্যু একটি চিরাচরিত নিয়ম। কিন্তু কিছু মৃত্যু মানুষকে খুব বেশী আঘাত করে। যন্ত্রণা ও পীড়া দেয়। ব্যাথিত করে। হৃদয় ভেঙ্গে তছনছ করে দেয়। মা বাবা স্ত্রী সন্তান ও স্বজনরা মেনে নিতে পারেন না। তাদের বুকফাটা আর্তচিৎকারে কাঁপতে থাকে আকাশ বাতাশ। ভারী থেকে ভারী হয়ে ওঠে পরিবার বাড়ি সমাজ ও গ্রামের পরিবেশ। শোকে কাতর হয়ে পড়ে গোটা এলাকা। এমনই এক আকস্মিক মৃত্যু হয়েছে তরতাজা সদা হাস্যজ্জ্বোল যুবক রাজিবের (২১)। রাজিব সরাইল সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে রাজিব তৃতীয়। পারিবারিক সূত্র জানায়, যুবক রাজিব পরিবার ও সমাজের প্রত্যেকটি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন নিজের আচার, ব্যবহার, কথা- বার্তা, সততা আর কর্মদক্ষতার বলে। সর্বাবস্থায় রাজিব মানুষের সাথে কথা বলতেন হাসিমুখে। গত রোববার রাত আটটার দিকে রাজিব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরিবার ও স্বজনরা রাজিবকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজিব রাত ৪টার দিকে দুনিয়ার মায়া ছেড়ে পরপাড়ে পাড়ি জমান। স্তদ্ধ হয়ে পড়েন গোটা হাসপাতাল। বাকরুদ্ধ হয়ে পড়েন রাজিবের সাথে হাসপাতালে অবস্থানকারী স্বজনরা। হঠাৎ করে রাজিবের মৃত্যুর সংবাদে আকাশ ভেঙ্গে মাথায় পড়ে পরিবারের সদস্যদের। পিতা মাতা স্ত্রী ও স্বজনদের আহাজারীতে কেঁপে উঠে উচালিয়া পাড়া গ্রাম। সহপাঠি আর বন্ধুরা ঢুকরে কাঁদতে থাকেন। একসময় খবরটি চারিদিকে ছড়তে থাকে। শোকে কাতর হয়ে পড়ে উচালিয়া পাড়া গ্রাম তথা গোটা সরাইল। সন্ধ্যার পরও হেসে খেলে কথা বলা ও আড্ডার মধ্যমণি রাজিবের মৃত্যুর সংবাদ শুনার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। রাত ৪টায় রাজিবের এমন আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছিলেন না। ব্যতিক্রম এই মৃত্যু নাড়া দিয়েছে সরাইলবাসীর মনে। চারিদিকে শুধু রাজিবের সততা নিষ্ঠা আর স্বচ্ছতা নিয়ে আলোচনার ঝড়। রাজিবের একমাত্র শিশু সন্তান আইয়ান (০১) এখনো বুঝে উঠতে পারছে না দুনিয়া বুঝার আগেই ভাগ্য বিধাতা তাকে চিরদিনের জন্য এতিম বানিয়েছে। আর কোন দিন পিতার মুখে বাবা বা আয়ান ডাকটি সে শুনবে না। পিতার কোলে উঠে বা হাতে ধরে পথচলা কেড়ে নিয়েছেন বিধাতা। বাহির থেকে এসে বুকে জড়িয়ে তার আব্বা আর কোন দিন হাতে মজা তুলে দিবেন না। একসময় হয়ত আইয়ান ভুলেই যেতে পারে তার বাবার কথা বার্তা। কারণ স্মৃতি মনে রাখার মত এখনো হয়নি আইয়ানের। এত দ্রুততম সময়ে বিধবার শাড়ি পড়তে তা কোন দিন স্বপ্নেও কল্পনা করেননি রাজিবের স্ত্রী। তবে সবই যে নিয়তি। সবই যে আলাহর খেলা। আসুন, আমরা সকলে রাজিবের বিদেহি আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। দোয়া করি খোদা যেন তার স্ত্রী সন্তানসহ সকল স্বজনকে এই শোক শয়বার শক্তি দান করেন। হে আল্লাহ আপনি পরপাড়ে রাজিবকে জান্নাতবাসী করুন। দয়া করে রাজিবের শিশু সন্তান আইয়ানের হেফাজত আপনি নিজে করুন- আমীন।