অষ্টম বর্ষের পথ পরিক্রমা শেষে নবম বর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বস্তুু নিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে রংপুরের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা আমাদের প্রতিদিন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার নগরীর গুপ্তপাড়াস্থ আমাদের প্রতিদিনের নিজস্ব ভবনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
আমাদের প্রতিদিন’র প্রকাশক ও সম্পাদক মাহবুব রহমানের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (কোতয়ালী জোন) আবদুর রশিদ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, মমিনুল ইসলাম রিপন। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক নুর ইসলাম চান, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হিমেল, সদস্য রাশেদ রাব্বীসহ রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে শুরুতে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে আমাদের প্রতিদিনের বিভিন্ন জেলা-উপজেলার প্রতিনিধিদের সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রামণ্ডলালমনিরহাটের আঞ্চলিক প্রতিনিধি আবদুল আজিজ মজনু, দৈনিক আমাদের প্রতিদিন ও যুগান্তরের দিনাজপুর প্রতিনিধি একরাম তালুকদার, আমাদের প্রতিদিনের সহকারি সম্পাদক ফেরদৌস আহমেদ, প্রধান উপণ্ডসম্পাদক বাদল রহমান, বিজ্ঞাপন ও সার্কুলেশন ব্যবস্থাপক উদয় চন্দ্র বর্মন, বার্তা সম্পাদক সৈয়দ বোরহান কবির বিপ্লব, প্রধান প্রতিবেদক হারুন উর রশিদ সোহেল, অনলাইন ইনচার্জ মাহমুদুল হাসান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি সিএসএম তপন, কাউনিয়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিঠুল, গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি নির্মল রায়, চিলমারি উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, রৌমারি উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাখা, পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আজাদুল ইসলাম আজাদ, বিরামপুর উপজেলা প্রতিনিধি আকরাম হোসেন, ডিমলা উপজেলা প্রতিনিধি হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বদরগঞ্জ প্রতিনিধি আশরাফুজ্জামান বাবু।
এসময় মহানগর প্রতিবেদক আব্দুল্লাহ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি মন্তাজুর রহমান বাবু, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ডা. নুর ইসলাম, কচাকাটা প্রতিনিধি আরমান আলী, তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রবীর কুমার কাঞ্চন, ডোমার উপজেলা প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু, গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ, পাগলাপীর প্রতিনিধি আবদুর রহিম, হিলি-হাকিমপুর প্রতিনিধি আবদুল আজিজ, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি আসাদুল ইসলাম, বিরল উপজেলা প্রতিনিধি আতিউর রহমান,রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবতেশাম রহমান সায়নাভ, অফিস সহকারি নুর মোহাম্মদ রিজু, সার্কুলেশন বিভাগের ইনচার্জ স্বপন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের প্রতিদিন পত্রিকা শুরু লগ্ন থেকে সততা ও নিষ্ঠার সহিত তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। স্থানীয় অনেক পত্রিকা খুললে দেখা যায় স্থানীয় সংবাদ পরিবেশন না করে দেশ-বিদেশের সংবাদ পরিবেশন করছে। আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশককে ধনবাদ জানাই রংপুর বিভাগের সকল জেলা, উপজেলার সংবাদ এই পত্রিকায় প্রকাশ করার জন্য। সর্বক্ষেত্রে পত্রিকার সফলতা কামনা করেন। সেই সাথে আমাদের প্রতিদিন পত্রিকায় অবহেলিত জনপদের খবর বস্তুু নিষ্ঠতার সাথে নানা পত্রিকা ও সংবাদ মাধ্যমের ভিড়ে সৎ, নিষ্ঠাবান সাংবাদিকতার জন্য আমাদের প্রতিদিন পত্রিকার সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।