কুমিল্লার নাঙ্গলকোটের বান্নাঘর গ্রামের নয়ন, নাজমুল ও ফখরুলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টাকারী একই গ্রামের কামরুল, জামাল হোসেন, রবিউল-সহ আসামীদের গ্রেপ্তারের দাবিতে নাঙ্গলকোট থানা ও উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী। রোববার বিকালে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জকে স্মারক লিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৯ অক্টোবর দুপুরে উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর গ্রামে আবদুর রহিমের দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ নয়ন, নাজমুল ও ফখরুলকে কুপিয়ে গুরুতর আহত করে একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রবিউল হোসেন, তার ছেলে কামরুল ও জামাল হোসেন। পরে এ ঘটনায় নাঙ্গলকোট থানায় ছেলেদের হত্যা চেষ্টার অভিযোগ এনে ৭জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় মামলা করেন সিরাজুল ইসলাম। এরপর থেকে আসামিরা প্রকাশ্যে ঘুরাফিরা করলেও তাদের গ্রেপ্তার না করায় রোববার বিকেলে নাঙ্গলকোট বাজারের বটতলা, নাঙ্গলকোট থানা গেইট ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টায় অভিযান অব্যাহত রয়েছে।