বিদ্যালয়ের ভবন অনুমোদন হয়েছে। হয়েছে টেন্ডারও। কাজ পেয়ে বিধান না থাকলেও অন্যত্র বিক্রি করে দিয়েছেন মূল ঠিকাদার। সাব ঠিকাদারের গাফিলতির কারণে দেড় বছরেরও অধিক সময় বন্ধ হয়ে আছে ভবন নির্মাণের কাজ। ফলে গত ৮-১০ বছরেও দূর্ভোগ কমছে না নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের। জায়গা স্বল্পতার কারণে বর্তমানে নাভিশ্বাস উঠছে ২০৪ শিশু শিক্ষার্থীর। ব্যাহত হচ্ছে পাঠদান। ক্ষোভ আর হতাশা বিরাজ করছে অভিভাবকদের মাঝে। স্কুলটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের অজপাড়া গা নিয়ামতপুরে। নির্মাণ কাজ ও ঠিকাদারের বিষয়ে গণমাধ্যম কর্মীদের কোন ধরণের তথ্য দিচ্ছেন না এস ও উপসহকারী প্রকৌশলী আবদুর রহিম মিয়া ও উপজেলা প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া। প্রধান শিক্ষকসহ স্থানীয় লোকজন ৫০ ভাগ কাজের কথা বললেও প্রকৌশলীরা তথ্য প্রেরণ করছেন ৮০ ভাগ।
সরজমিন অনুসন্ধান, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, হাওর ঘেষা নিয়ামতপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন সমস্যা দীর্ঘ এক যুগেরও বেশী। উত্তর পাশের আধাপাকা টিনশেড ঘরটি প্রথমে পরিত্যাক্ত ও পরে ধ্বসে পড়ে যায়। বাধ্য হয়ে পাশের একটি কক্ষে গিজাগিজি করে চলে তিন শ্রেণির পাঠদান। ওই কক্ষেই বসেন প্রধান শিক্ষক ও ৩ সহকারী শিক্ষক। আর এভাবে খুবই কষ্ট চিৎকার চেঁচামেচিতে দিন পার করছে শিশু শিক্ষার্থীরা। একসময় ওই বিদ্যালয়ের দিকে নজর পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অনুমোদন হয় ১ কোটি ১ লাখ ৬৯ হাজার ১০২ টাকা বরাদ্ধের সাড়ে তিনতলা বিশিষ্ট ৫ কক্ষের একটি ভবনের। স্বস্থির নি:শ্বাস ফেলেন হিন্দু অধ্যুষিত ওই গ্রামের অভিভাবক শিক্ষার্থী ও সুশিলরা। কাজটি পান মেসার্স সিটি ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। ২০২২ সালের জুনের ২ তারিখ থেকে কাজ শুরূ করেন। ৬-৮ মাসের মধ্যে ভবনের দু’তালার ছাঁদ ও ঘাতুনি করে লাপাত্তা হয়ে যান ঠিকাদার। প্লাস্টার, দরজা, জানালা, ফ্লোর ঢালাই টাইলস্, বিদ্যুৎ সহ প্রায় ৫০ ভাগ কাজই বাকি। গত দেড় বছরেরও অধিক সময় ধরে ওই ভবনের কাছে যানটি ঠিকাদারের কোন লোক। দেওয়ালের বিভিন্ন জায়গায় শেওলা পড়ে গেছে। কক্ষের ভেতরে গজিয়েছে ঘাস। কাজ বন্ধ থাকলেও ইতোমধ্যে ঠিকাদার উত্তোলন করে ফেলেছেন ৮০ লাখেরও অধিক টাকা। আর উপজেলা এলজিইডি অফিস বন্ধ কাজের মাসিক প্রগ্রেস রিপোর্টে লিখছেন কাজ হয়েছে ৮০ ভাগ। এ বিষয়ে জানতে কাজের তদারকি কর্মকর্তার প্রকৌশলী আবদুর রহিম মিয়ার কাছে গেলে বলেন আপনাদের নম্বর দিয়ে যান। ফাইল দেখে বিকেলে জানাব। ১৫-২০ দিন কখনো মাসাধিক কাল পরেও আর বিকেল হয় না। অনেক সময় বলেন আমি না স্যারে (উপজেলা প্রকৌশলী) দিবেন। এ ভাবে রহস্যজনক কারণে কায়দা করে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন তিনি। সরজমিনে দেখা যায়, জায়গার অভাবে মাত্র একটি কক্ষে খুবই কষ্টে চলছে পাঠদান। পাঠদানের পাশে বসে অফিসিয়াল কাজ করছেন শিক্ষকরা। পঞ্চম শ্রেণির ছাত্র শান্ত সরকার ও পিয়াস বলেন, আমরা কষ্ট করে বসে ক্লাস করছি। এক সাথে তিন শ্রেণির শিক্ষার্থীর শব্দে কেউ কিছু বুঝি না। গরমের কষ্ট তো বুঝাতেই পারব না। টাকা দিয়েছে সরকার আপনারা কাজটি করছেন না কেন স্যার? দয়া করে ভবনের কাজটি শেষ করে আমাদের একটু শান্তি দেন। নতুবা স্যার আমরা রাস্তায় দাঁড়াব। তৃতীয় শ্রেণির ছাত্র অনুরাণী সরকার বলেন, এক সাথে তিন ক্লাশ। মিছিলের মত শব্দ হয়। স্যাররা কি পড়ান কিছুই বুঝি না। ঠিকাদার তো আসে না। এখন ইশ্বর ছাড়া আমাদের ভরসা নেই। বিদ্যালয়ের এসএমসি’র সাবেক সহসভাপতি মনোরঞ্জন দেবনাথসহ একাধিক অভিভাবক বলেন, সরকার টাকা দিয়েছেন। ঠিকাদার এভাবে বছরের পর বছর কাজ ফেলে রেখে শিশু বাচ্চাদের কষ্ট দিবেন। পড়ালেখায় বিঘ্ন ঘটাবেন। আর ইঞ্জিনিয়াররা বসে দেখবেন। এটা হতে পারে না। এখানে কোন গাফলা আছে। বিদ্যালয়েরে তৎকালীন প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, ঠিকাদার কাজের কোন ধরণের কাগজ আমাকে দেননি। আমরা শিশুদেরকে নিয়ে যুগযুগ ধরে কষ্ট করছি। প্রায় ৫০ ভাগ কাজ করে লাপাত্তা ঠিকাদার। তিনি দেড় বছর ধরে কাজ করছেন না। ফোন দিলে ধরেন না। অগণিতবার ইঞ্জিনিয়ার রহিম সাহেবের কাছে গেছি। তিনিও কোন গুরূত্ব দেননি। টিও স্যার উপজেলার সভায় একাধিকবার বিষয়টি আলোচনা করেছেন। আদৌ কোন অগ্রগতি নেই। মেসার্স সিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মো. আসাদুজ্জামান টিপু মুঠোফোনে বলেন, কোন চুক্তি ছাড়া জনি নামের একজনকে কাজটি করার দায়িত্ব দিয়েছি। সরাইলে আমার ৫টি কাজ তিনজন ঠিকাদার করছেন। তবে সাব কন্টাক্ট বিষয়ে কিছু বলতে নারাজ তিনি। তিন বছরেও ভবন নির্মাণের কাজটি কেন শেষ হচ্ছে না কেন? কাজের সময় কতদিন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই সকল বিষয় আমার কিছুই জানা নেই। এই দেশে ১০ টাকার কাজ করলে ২ টাকা পাওয়া যায়। ফান্ডেরও সমস্যা আছে। এ বিষয়ে জানতে সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আনিছুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।