ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুডিস্ট স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত শিক্ষাবিদ অধ্যাপক ডঃ সুকোমল বড়ুয়া বলেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য মহাকারুনিক গৌতম বুদ্ধের বানী অনুসরণ করার বিকল্প নেই। আজকে যেদিকে তাকাই সেখানে অশান্তি, কেউ শান্তিতে নেই। আত্ম সংস্কারের মাধ্যমে পরিবার সংস্কার, পাড়া ও সমাজ সংস্কার করতে পারলেই মানুষের মধ্যে শান্তির বাতাবরন সৃষ্টি হবে। তাই বুদ্ধ হিংসা বিদ্বেষ পরিহার করার কথা বলেছেন। মানসিক শান্তির জন্য গৌতম বুদ্ধের দেশিত বানী সমূহ আমাদের প্রত্যহিক জীবনে প্রতিফলন ঘটাতে হবে। তিনি গত শনিবার হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে অস্ট উপকরনসহ সংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
বিহারের ৬ ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত সাধনানন্দ মহাথেরো। এতে প্রধান অতিথি ছিলেন ডঃ দেবপ্রিয় মহাথেরো বিশেষ অতিথি ছিলেন নিরোধানন্দ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি নৃপতি রঞ্জন বড়ুয়া। বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুব সংগঠক রুবেল বড়ুয়া। বক্তব্য রাখেন লায়ন অনুপম বড়ুয়া, প্রবীন সমাজ কর্মী বিজয় দর্শন বড়ুয়া, প্রধান শিক্ষক সনৎ কুমার বড়ুয়া, কাঞ্চন বড়ুয়া, প্রবাসী সুমন বড়ুয়া মম্মথ ও দেবল চন্দ্র বড়ুয়া প্রমূখ। প্রথম পর্বের অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা লোকনাথ বড়ুয়া।
বিকাল বেলায় কঠিন চীবর দান শীর্ষক ধর্মীয় আলোচনা সভা সুব্রত বড়ুয়া বন্ধন ও সুজন বড়ুয়া মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডঃ জ্ঞানরত্ন মহাথেরো। এতে প্রধান অতিথি ছিলেন ভদন্ত দীপানন্দ মহাথের। সভার উদ্বোধন করেন বিহারাধ্যক্ষ ধর্ম সারথী ভদন্ত শাসনানন্দ মহাথের। প্রধান আলোচক ছিলেন ডঃ দেবপ্রিয় মহাথেরো। মূখ্য আলেচক ছিলেন ডঃ বুদ্ধপাল মহাথের। স্বধর্ম দেশক ছিলেন সুমনো জোতি মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন সাধনানন্দ মহাথেরো, বুদ্ধপ্রিয় মহাথেরো, দীপংকর মহাথেরো, সংঘমিত্র মহাথের, বোধীশ্রী মহাথেরো। শুরুতে মঙ্গলাচরন করেন গৌতমাশ্রম বিহারের উপাধ্যক্ষ তিলোকানন্দ ়ভিক্ষু। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রনজিৎ কুমার বড়ুয়া ও তার দল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন লায়ন অনুপম বড়ুয়া। ২য় পর্বের অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন কমিটির ধর্মীয় সম্পাদক সন্তোষ বড়ুয়া বটন। অনুষ্ঠানে কল্পতরা ও পুস্পমেরু দান করা হয়।