কচুয়ায় প্রেসক্লাব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ (নভেম্বর) শুক্রবার কচুয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হল রুমে সন্ধ্যা ৭ টায় সাংবাদিকদের সাথে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস এর সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে. এম. আবু নওশাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়াদ্দার, নবাগত কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম।
এদিন মত বিনিময় সভায় সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বিষয় ভিত্তিক বক্তব্য দেন,কচুয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক এস এম ওয়াজেদ আলী,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাহিদুল ইসলাম বুলু, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান,নির্বাহী সদস্য মো: শহিদুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো: রাহাতুল ইসলাম,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি মো: তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ- সভাপতি শিকদার সাইদুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো: সাইফুল ইসলাম,মো:লিয়ন শিকদার,মো: রাকিব।
এছাড়াও কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় কচুয়া উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা বিষয়ে আলোচনা হয়।