পটুয়াখালীর দশমিনায় জমি লিখে না দেওয়ায় ছেলে ও পুত্রবধূর যোগসাজশে ডেকে এনে ওংষধহফং পানিতে চুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শালিসদ্বয় ও সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। রোববার সকাল ১২টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধের নাম নুর ইসলাম হাওলাদার (৭০)। তিনি ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত সোহাগ বহরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। স্থানীয়রা জানান, নুর ইসলামের বড় ছেলে মোঃ শাহজাহান ও পুত্রবধূ রুনু বেগম বাড়ি কারার জন্য জমি লিখে দিতে চাপ দেন তাঁকে। দাবি আদায়ে ইউপি সদস্যকে ধরেন তাঁরা ছেলে এবং ছেলের বৌ। তারই অংশ হিসেবে রোববার সকালে বৃদ্ধ নুর ইসলাম দক্ষিণ আদমপুর বাজারে চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় ঐ ইউপি সদস্য সোহাগ তাঁকে দোকান থেকে টেনেহিঁচড়ে খালের পাড়ে নিয়ে যান। ছেলে ও পুত্রবধূকে এবং ছেলেকে জমি লিখে দিতে বলেন, বৃদ্ধ রাজি না হওয়ায় সোহাগ তাঁকে লাথি মারেন। এ সময় ইউপি সদস্যসহ তাঁর সঙ্গে থাকা রিপন, রহিম বেপারী, শাহজাহান মৃধা বৃদ্ধাকে কিল,ঘুষি,চড়-থাপ্পর এবং লাথি মেরে আহত করে। অতপর তাকে পানিতে ফেলে কাইয়ুম ও মঞ্জু পানিতে চুবিয়ে ধরেন। স্থানীয়রা ঘটনাস্থলে এলে তাঁরা পালিয়ে যান। কতিপয় এলাকাবাসী এসে তাঁকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী দক্ষিণ আদমপুর গ্রামের আবুল কালাম বলেন, সকালে নুর হোসেনকে চায়ের দোকান থেকে সোহাগ টানতে টানতে দক্ষিণ পাশে খাল পাড়ে নিয়ে যায় সোহাগ ও অন্যান্যরা। সঙ্গে ছিলেন রিপন, রহিম বেপারী, শাহজাহান, ও মঞ্জু। নুর ইসলামকে খাল পাড়ে নিয়ে বড় ছেলেকে জমি লিখে না দেওয়ার কারণে রিপন মারধর করে খালের পানিতে ফেলে দেন। পরে সবাই কাদার মধ্যে চেপে ধরেন। স্থানীয়দের দেখে তাঁরা চলে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক রাহুল বিন হালিম বলেন, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ মারা যান। দশমিনা থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। নুর ইসলামের মেয়ে কহিনুর বলেন, ‘আমার বড় ভাই ও তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ বাবাকে জমি লিখে দিতে বলে। তারা যে জমি চায়, বাবা তা দিতে রাজি নন। বাবা বলেন, ‘‘ওই জমি বিক্রি করে আমার দায়দেনা দেব।” আমার বড় ভাই ও ভাবি মানতে চান না। এ নিয়ে বহুবার পারিবারিকভাবে বসেছি। আজ সকালে আমার বড় ভাই ও ভাবি স্থানীয় সাবেক ইউপি সদস্য সোহাগ, ভাবির ভাই রিপন ও স্থানীয় রহিম বেপারী, কাইয়ুম ও মঞ্জুকে দিয়ে আমার বাবাকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধর করে পানিতে চুবাইয়া মেরে ফেলে। আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা অব্যাহত আছে।