ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মূফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিল, আছে ও থাকবে। জুলাই-আগস্ট আন্দোলনে এ দল এবং এর সহযোগী সংগঠনগুলো বিশেষ ভুমিকা রেখেছিল। ওই আন্দোলনে আমাদের ২৫ জন কর্মী শাহাদাৎ বরণ করে এবং ৭ শতাধিক কর্মী আহত হয়।
রোববার বিকেল ৩টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামি আন্দোলন পিরোজপুর জেলার ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে জেলা সভাপতি মাওলানা মু: ইয়াহিয়া হাওলাদারের সভাপতিত্বে তিনি আরো বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলে দখলদারী, চাঁদাবাজী, হামলা-মামলায় বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী ছাড়াও নিরীহ মানুষও নির্যাতনের শিকার হয়েছিল। বৈষম্যের জের ধরে ফ্যাসিস্টদের পতন হয়েছে। ভবিষ্যতে আর যেন কেউ হামলা, মামলা কিংবা নিপীড়নের শিকার না হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো: মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।