রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত আরো একজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। রোববার সকালে তারাগঞ্জের ইকরচালী ইউনিয়নের বামনদীঘি বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও তারাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর পাটোয়ারি পাড়া গ্রামের আবু বক্করের পুত্র ভ্যানচালক রেজাউল ইসলাম (৩৩) ইকরচালী বাজারে যাত্রী নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। সকাল আনুমানিক ১১টার দিকে তারাগঞ্জ হাইওয়ে থানার অদূরে বামনদীঘি বাসস্ট্যান্ডে পৌঁছালে রংপুর থেকে ধেয়ে আসা মুন্না পরিবহনের ধাক্কায় রেজাউল রাস্তায় ছিটকে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ভ্যানে থাকা অজ্ঞাত এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাইওয়ে পুলিশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ঘাতক বাসটিকে সাধারণ মানুষ আটক করলে বাসের চালক পালিয়ে যায়। আটককৃত বাসটি হাইওয়ে পুলিশ থানায় নিয়ে যায়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম বলেন, ঘাতক বাসটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিচয় পাওয়ার পর স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।