ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলীর বিরুদ্ধে অনলাইন পোর্টাল নিউজ ৯৯ সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শমসেরের চাঁদাবাজিতে অতিষ্ঠ ফুলবাড়িয়া বিএনপি” শিরোনামে সংবাদ প্রচার হয়। এরই প্রতিবাদে রোববার (৩নভেম্বর) পৌর সদরের কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন একটি বাসায় এ সংবাদ সম্মেলন করে
একেএম শমশের আলী বলেন, ওই অনলাইনে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন। আগামী দিনে আমি পৌর মেয়র ও সভাপতি প্রার্থী হবো। সেজন্য বিএনপির কতিপয় নামদারী আমিসহ আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করতে চাঁদাবাজির নামে এই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে। এই চক্রটি আমার ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। এ অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও সাংবাদিকদের জানান।
বিভিন্ন ইউনিয়নের ও পৌর বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।