নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে লুকিয়ে থাকা কাদের মির্জার হেলমেট বাহিনীর ফের হামলা চালায় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি রমজান আলী রানা ওপর। এ ঘটনায় রোববার সকালে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুছাপুর ৭নং ওয়ার্ডের উপকূল অঞ্চলে তলিয়ে যাওয়া রেগুলেটর এলাকায়।
জানা যায়, গত শনিবার বিকেল ৫টায় রানা অন্যান্য সাংবাদিকসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণাঞ্চলের ভেঙ্গে যাওয়া রেগুলেটরে সংবাদ সংগ্রহ করতে যায়। সংবাদ সংগ্রহ করে মোটর সাইকেল যোগে উপজেলার বসুরহাট শহরে আসার পথে মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সি রোডের বশর মাঝির ছেলে বাবুল খানের নেতৃত্বে লুকিয়ে থাকা কাদের মির্জার হেলমেট বাহিনীর সন্ত্রাসীরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে রানাসহ ৫জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রানাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকী ৪জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রানার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়।
এ ব্যাপারে সাংবাদিক রমজান আলী রানা বলেন, আমরা মুছাপুর থেকে সংবাদ সংগ্রহ করে আসার সময় কোন কিছু বুঝে ওঠার আওয়ামী লীগের সন্ত্রাসী ও ডাকাত বাবুল খাঁনের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালায় এবং আমার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় রোববার সকালে বাবুল খানকে প্রধান আসামি করে ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। অজ্ঞাতদের মধ্যে কাদের মির্জার হেলমেট বাহিনীর মিনহাজ শরীফ ওরফে শরীফ উল্যাহ ও কালা হামিদ এ ঘটনার সাথে জড়িত ছিল বলে এলাকাবাসী জানান। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে আনোয়ার তোহা ও সহ-সভাপতি দৈনিক মানবজমিনের প্রতিনিধি এঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুস সুলতান জানান, বাবুল খানের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সাংবাদিক রানাসহ অন্যদেরকে হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।