মাটি বিক্রির অপরাধে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। ২ নভেম্বর শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিন ইউনিয়নের হাইকামতা এলাকায় ওই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই দিন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত রেজওয়ানা চৌধুরী এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অবৈধ ড্রেজার দ্বারা মাটি বিক্রি করার অপরাধে জমির মালিক আলী এরশাদকে (৫৫) বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধিত ৭ (ক) অপরাধে ১৫ দ্বারা ৫০ হাজার, টাকা অর্থদন্ড করে অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করেন।
ছবি ক্যাপশনঃ চাঁদপুর শাহরাস্তিতে মাটি বিক্রির অপরাধে জমির মালিককে জরিমানা ও ড্রেজার জব্দের মোবাইল কোর্ট পরিচালনা করছেন এসিল্যান্ড।