জেলার গৌরনদী পৌর এলাকার টিএন্ডটি মোড় এলাকায় শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ন ভস্মিভূত হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, টিএন্ডটি মোড়ের ব্যবসায়ী জাকির হোসেনের পারটেক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পারটেক্সের দোকানসহ পারস ব্যবসায়ী সাকিল হাওলাদার ও মুদি ব্যবসায়ী আবুল শরীফের দোকান সম্পূর্ন ভস্মিভূত হয়। অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।