বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের তিন শিক্ষা তরী বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ নদীতে নোঙ্গর করা। এ তিন তরী শিক্ষার্থীদের মাঝে বিলাবে টানা ১০ দিন। প্রতিটি তরী সাজানো ছিল সংশ্লিষ্ট বিষয়ের না না উপকরণ দিয়ে। ভান্ডারিয়া উপজেলার পোনা নদীর লঞ্চঘাটে এভাবেই নৌকা সাজিয়ে এক পাঠদান কর্মসূচির আয়োজন করে ব্র্যাক। রোববার বেলা সারে ১১ টায় ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াছিন আরাফাত রানা। এমসময়ে এক আলোচনা সভায় ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ হাসিবুল ইসলাম এর সভাপতিত্বে অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম, ব্র্যাক শিক্ষা তরীর প্রজেক্ট ম্যানেজার প্রদিপ কুমার রায়, ভান্ডারিয়া বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষ মোঃ আবু নাসের প্রমূখ।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিজ্ঞান, গণিত ও মুল্যবোধ তিনটি তরী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শুক্রবার ছুটির দিন ছাড়া ১৩ নভেম্বর পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তরী গুলো শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। তরী তিনটিতে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষণ, গণিতের সূত্রসমূহ এবং শিশুদের মানবিক ও মূল্যবোধ বিষয়ক বিভিন্ন প্রদর্শনী রয়েছে। এই প্রদর্শনীতে শিক্ষার্থীরা হাতে কলামে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন সূত্র ও থিওরি দেখতে ও শিখতে পারছে।