খুলনার কয়রায় ধানের জমিতে লাইন দেওয়া বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুজন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার পুর্ব মহারাজপুর গ্রামের আরশাদ গাজীর পুত্র। জানা গেছে, গত রোববার ( ৩ নভেম্বর) ভোর ৫ টার দিকে সুজন তার মৎস্য ঘেরে আটন ঝাড়তে যায়। যাওয়া পথে স্থানীয় শীলন সানার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়। মৃত সুজনের বড় ভাই রফিকুল ইসলাম জানান, সকালে তার ছোট ভাই ঘেরে পাতা আটনে ঝাড়তে ষায়। তার আসতে দেরি হওয়ায় খুজতে যেয়ে দেখতে পাই পাশেই শীলনের ধান ক্ষেতের পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত অবস্থায় সে পড়ে রয়েছে। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে হাজির তাকে মৃত্যু, অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ব্যাপারে জমির মালিক শিলন সানার সাথে কথা বলার জন্য চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, মৃত সুজনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।