ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অজু খানা ও টিউবওয়েল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।রোববার (৩ নভেম্বর) সকালে কাজী মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাষ্ট ও রিবাত নামে শিক্ষা ও সেবামূলক সংস্থার যৌথ উদ্যোগে বুড়িশ্বর উত্তরগ্রাম সাত্তারিয়া মাছুমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হিসেবে অজুখানা ও টিউবওয়েল নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মাওলানা আবু আহমদ মিয়ার সভাপতিত্বে হাফেজ মোহাম্মদ রায়হানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর ফিরোজিয়া হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব পীরজাদা মূফতি মো: নজরুল ইসলাম আজিজি,সাবেক পোষ্ট মাষ্টার মো: আবদুল মোতালিব,সাবেক (ভার:) ইউপি চেয়ারম্যান দিয়ারিশ মিয়া,সাত্তারিয়া মাছুমিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্পাদক মো: শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আবু আহমেদ কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক।অনুষ্ঠানে সাত্তারিয়া মাছুমিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কল্যান ট্রাষ্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক জানান কাজী মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাষ্ট ও রিবাত নামে শিক্ষা ও সেবামূলক সংস্থা। যা জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের চিকিৎসা,শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ করছে। বর্তমানে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাষ্ট ও রিবাতের যৌথ উদ্যোগে উপজেলাব্যাপী মসজিদ, মাদ্রাসায় ২০টি অজু খানা ও ২০টি টিউবওয়েল নির্মাণ কাজের কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা চলমান রয়েছে।