বগুড়ার শেরপুর শহরের ধুনটরোড এলাকায় গত ১৭ জুলাই ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় ২ নভেম্বর শনিবার শেরপুর থানায় আহত ছাত্র রিফাত সরকার বাদি ১৪৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কোন মামলা নয় উল্লেখ করে ৩ নভেম্বর রোববার দুপুরে উপজেলা পরিষদ (নির্মিত) হলরুমে সাংবাদিক সম্মেলন করেন শেরপুর উপজেলা শাখার সমন্বয়করা। এ সময় বক্তব্য রাখেন, সমন্বয়ক জাহিদ সরকার, তানভির তুষার, রাশেদ সাদাত, আনোয়ার হোসেন, আরাফাত রহমান মিলন, সাদিকুর রহমান অয়ন, মো. রায়হান, বুলবুল আহমেদ, নাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ওহেদুল হাসান প্রত্যয়, হিমেল, শাহরিয়ার মামুন, মুজাহিদ পারভেজ, আবদুল মোমিন, নাজমুল হাসান, শেখ সোহানী, সাইরিন রিদা, সোনালী আক্তার, নাইমুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, গত ০২ নভেম্বর শনিবার বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশিত শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. রিফাত সরকার কোটা বিরোধী আন্দোলন তথা বৈষম্য বিরোধী আন্দোলন এর পক্ষে বাদী হয়ে ১৪৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়েল করেছেন। প্রকৃতপক্ষে সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন মামলা নয়। সেটি রিফাতের ব্যাক্তিগত মামলা। এমতাবস্থায়, আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা শেরপুর,বগুড়া এর কোন দ্বায়ভার গ্রহন করবো না। নিপিড়ীতদের মধ্যে থেকে যে কেউ মামলা করতে পারে। আইন তার নিজস্ব গতিতে সুস্থাবস্থা কার্যক্রম পরিচালনা করতে পারেন। বক্তারা পুলিশকে উদ্দেশ্য করে আরো বলেন, যেই মামলা করুক না কেন খেয়াল রাখবেন, অহেতুক কোন নির্দোষ ব্যাক্তি যেন হয়রানীর স্বীকার না হয়। এক্ষত্রে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা পরিচালনা করার অণুরোধ জানান তারা।