খুলনায় দুর্বৃত্তের গুলি ও কোপের আঘাতে রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭) নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে মহানগরীর শেরেবাংলা রোডস্থ আলকাতরা মিলের পার্শ্বে ১নং গলির প্রবেশ পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে ও চাপাতি দিয়ে কোপায়। নিহত রাসেল মহানগরীর শেরেবাংলা রোডের আমতলার মোড়ের আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে পঙ্গু রাসেলের বুকের পাশে ২টি গুলি করে এবং দুই পায়ের হাটুর নিচে কুপিয়ে জখম করে। এ সময় তার সাথে থাকা সদর হাসপাতালের পিছনের হুমায়ুন কবিরের ছেলে মোঃ সজিব (২৫) ও শেরেবাংলা রোড আমতলার মোড়ের মোঃ হান্নান শেখের ছেলে মোহাম্মদ ইয়াসিনকে (২৬) ধারালো চাপাতির কোপে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা পঙ্গু রাসেলকে মৃত ঘোষণা করেন। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পঙ্গু রাসেলের নামে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১১ টি মামলা রয়েছে। রাত ২টার দিকে পঙ্গু রাসেল মারা যান।