বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর এলাকায় ব্যাটারি চালিত বৌ-গাড়ির চাঁপায় মুবিন ডাকুয়া (৯) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত মুবিন ওই এলাকার বাবুল ডাকুয়ার ছেলে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত বৌ-গাড়ির নিচে চাঁপা পরে ঘটনাস্থলেই নিহত হন মাদ্রাসা ছাত্র মুবিন ডাকুয়া।