বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন, কুচিয়ামোড়া শিশু নিকেতন’র প্রধান শিক্ষক রোকনুজ্জামান এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতিভা মডেল একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিশিষ্ট সাংবাদিক ফিরোজ মাহমুদ। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জুনিয়াদহ প্রথম আলো কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিএম কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা, গোল্ডেন চাইল্ড হোমের প্রধান শিক্ষক শাহিনা আক্তার ইলা। এছাড়াও যুগ্ন সাধারন সম্পাদক বাংলা ভিশন কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আতিউর রহমান চঞ্চল, অক্সর্ফোড কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আহসানুর রহমান চঞ্চল, পদ্মা মডেল স্কুলের প্রধান শিক্ষক রাইসুল ইসলাম নির্বাচিত হন। শনিবার ভেড়ামারার সাথী ফুড পার্ক এ- রেষ্টুরেন্ট এ বর্ণাঢ্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ জালাল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র মহাসচিব আল হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব হাসানুজ্জামান খসরু, যুগ্ন মহাসচিব মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক জহুরুল ইসলাম, বিনোদ কুমার বিশ্বাস, শফিকুল ইসলাম এবং শারমিন আক্তার নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।