জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার'কে আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম টিটু আকন'কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জাজিরা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর ২০২৪) বিকালে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু ওই কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ সুরুজ মাদবর, ইয়াকুব আলী ঢালী, মোখলেছুর রহমান মোল্লা, আতাহার হোসেন ঢালী, শিকদার মোঃ শাহিন, মিজানুর রহমান মুন্সি, রুবেল আকন্দ, আলমগীর সরদার, আলী আহম্মেদ মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আবদুস সালাম। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।