কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মহিলাসহ ৪ জনকে আটক করেছে। আটকৃতরা হলো ভেড়ামারা শহরের ফারাকপুর এলাকার রাজা আলীর স্ত্রী হিরা খাতুন (৪০), আক্তার আলীর ছেলে লিটন আলী (৩০), আ: সালামের ছেলে শফিকুল ইসলাম স্বপন (৪০) ও কলম ভান্ডারীর ছেলে সাকিব হোসেন (২৪)। মহিলাসহ ৪জনকে ৬মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান। কুষ্টিয়া সেনাবাহিনীর কার্ষালয় সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে ভেড়ামারা শহরের ফারাকপুর এলাকায় বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে রাজা আলীর স্ত্রী হিরা খাতুন, আক্তার আলীর ছেলে লিটন আলী, আ: সালামের ছেলে শফিকুল ইসলাম স্বপন ও কলম ভান্ডারীর ছেলে সাকিব হোসেন কে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে নগদ ৩৩ হাজার ৮ শত টাকা, ৫০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট,১৪টি মোবাইল ফোন,২৭০ গ্রাম গাঁজা। মহিলাসহ ৪জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভেড়ামারা উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার আনোয়ার হোসাইন জানান, হিরা খাতুন, লিটন আলী, শফিকুল ইসলাম স্বপন ও সাকিব হোসেন কে ৬মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।