আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত ও অবসর প্রাপ্ত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শরিবার সকাল ১০.৩০ টায় বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন ছাত্রছাত্রীদেন আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উদ্যোক্তা জাকির হোসেন প্রিন্স। প্রভাষক জাকির হোসেন ভুট্টো ও শিক্ষক আসিব ইকবালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোম, অবঃ শিক্ষক আঃ হক, কালিপদ রায়, সমীরণ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপি আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, অবঃ শিক্ষক আবুল খায়ের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান, বিএনপি সদস্য সচিব মশিউল হুদা তুহিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম, প্রভাষক ইয়াহিয়া ইকবাল, প্রধান শিক্ষক আঃ রহিম, শিক্ষক আসিব ইকবাল, প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান, জাকির হোসেন বাবু, প্রাক্তন ছাত্র হাফিজুল ইসলাম, শিক্ষক আলমগীর কবীর, সমন্বয়ক নাভিদ নওরোজ আকাশ, শিক্ষক ইলিয়াছ ইকবাল আশীষ, শিক্ষার্থী মায়িশাহ মৌমিতা, রাকিব নূর প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের পবিত্র কোরআন ও গীতা উপহার প্রদান করা হয়।