পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ২ নভেম্বর সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় বক্তব্য রাখেন, সমবায় নেতা বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী থানার ওসি তদন্ত সুমন সরকার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সমবায় নেতা শামসুর রহমান মিজান মাস্টার, মশিউর রহমান মিল্টন, শামসুল আলম মিল্টন মেম্বার প্রমুখ।