ধানের শীষের সাথে থাকুন, আপনাদের চাকরি জাতীয়করন করা হবে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সেলিম ভূইয়ার পক্ষ থেকে আমি এই ওয়াদা দিচ্ছি। বাংলাদেশ শিক্ষক সমিতি (বশিস) এর দক্ষিনাঞ্চলের ত্রি-বার্ষিক সম্মেলনে (০২ নভেম্বর) শনিবার সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী স্কুল এ- কলেজে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বাংলাদেশ শিক্ষক সমিতি (বশিস) নাজিরপুর উপজেলার আহ্বায়ক ইউনুস আলী শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব সরোয়ার হোসেনের সঞ্চালনায়, তিনি আরো বলেন, ৫ আগষ্টের পর বারবার বিভিন্ন দরজায় গিয়েছি নির্বাচন ছাড়া আমাদের চাকরি জাতীয়করন হবে না। চাকরি জাতীয়করন হলে আমাদের আর কোনো দাবি থাকবে না। আমাদের এক দফা দাবি চাকরি জাতীয়করন। লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এ লড়াই ভোটের লড়াই আমাদের ক্ষমতায় নিন সাথে সাথে মন্ত্রীসভা প্রথম কাজ হবে চাকরি জাতীয়করন। সে বাস্তবায়নের ক্ষতমা আমরা রাখি, সেলিম ভূইয়া রাখে। এ সময় আরো বক্তব্য রাখে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা আহ্বায়ক গাজী শাহাজান, সদস্য সচিব জাহিদুল ইসলাম, (বশিস) জেলা আহ্বায়ক এনায়েত হোসেন খান, সদস্য সচিব মো. আসাদুজ্জামান খান, শিক্ষার কর্মচারী ঐক্যজোটের উপজেলা আহ্বায়ক এস এম রেজাউল করিম, সদস্য সচিব এইচ এম লাহেল মাহমুদ প্রমূখ। এরপরে সভার দ্বিতীয় অধিবেশনে ইউনুস আলীকে দক্ষিনাঞ্চলের সভাপতি ও সরোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।