কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) এসব অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ। সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা। উপজেলা সমবায় বিভাগের সহকারী পরিদর্শক ফারজানা আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। সভায় আরও বক্তব্য রাখেন -উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো' তানভীর হাসান জিকো, অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসাইন উজ্জ্বল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন,যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ম আহ্বায়ক আবুল হাশিম সবুজ,পৌর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল হক,সাধারন সম্পাদক মানছুরুল হক রবিন,জামায়াতে ইসলামীর আমির মো: আমিনুল হক, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোখলেছুর রহমান, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক, সহকারী পরিদর্শক সৈয়দ ওয়ালী হাসান, সমবায়ী মোস্তফা সারওয়ার, আছমা আক্তার ও প্রশিক্ষণার্থী ইয়াছিন আরাফাত প্রমূখ। পরে সমবায়ীবৃন্দ দের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দরা।