শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাঙ্গাবাড়িয়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাত্তার মন্ডল। এসময় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলীমুজ্জামান সেলু, সহসভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সহসভাপতি আশরাফ আলী মুন্সী, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালিদ হোসেন, রামনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম বেপারি, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন,বিএনপি নেতা কামরুল মন্ডল,যুবদল নেতা মিলন,দোলন,রাজ্জাক,হারেজ,তুষার প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগের গত ১৫ বছরের দুঃশাসনের চিত্র তুলে ধরেন। বক্তা রা বিএনপি নেত্রী শামা ওবায়েদের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় তারা শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন।