২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনানী চিকিৎসার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার ও বিভাগীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।। শনিবার (২নভেম্বর) নিয়ামত সিও বাজার রংপুরে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিইইউএমএ রংপুর জেলা শাখার আবদুল গনি ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকিম মো মোকছেদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোঃ আহসান হাবীব। মূল প্রতিবেদক উপস্থাপন করেন ছিলেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ বিইউএমএ কেন্দ্রীয় পরিষদ এর মহাসচিব হাকিম আ খ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল ডা. মোহাম্মদ নঈম উদ্দিন আকন্দ। রংপুর জেলার ওষুধ পরিদর্শন অধিদপ্তরের ওষুধ পরিদর্শক মোকছেদুল আমিন। বাংলাদেশ বোর্ড অব ইউনানী আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের সদস্য কবিরাজ রঞ্জন কুমার দেব।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিইউএমএ পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাকিম মো.ইউনুস আলী, বিইউএমএ এর নীলফামারী জেলা শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, বি ইউ এম এ এর কুড়িগ্রাম জেলার সভাপতি হাকিম এস এম ইসমাইল হোসেন,বিইউএম এর জেলার সভাপতি হাকিম মেহেদী হাসান, বি ইউ এম এ এর গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক হাকিম জাহাঙ্গীর আলম, বিইউএম এর রংপুর মহানগরী সভাপতি হাকিম আফজালুর রহমান, বিইউএমএ এর কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হাতিম বেলাল হোসেন সহ বিভাগের আর জেলার অন্যান্য হাকিমরা।