চুয়াডাঙ্গার দর্শনায় বিএনপির এক নেতাকে কুপিয়ে আহত করেছেন যুবলীগ কর্মী। পরে এলাকাবাসী ওই যুবলীগ কর্মীকে ধরে পুলিশে দেন। শনিবার দুপুর ১টায় প্রকাশ্যে দিনে দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফরমান আলি বাজারের জনতা ব্যাংকের সামনে বসে চা পান করছিলেন। এ সময় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের যুবলীগ কর্মী রাশেদ আহম্মেদ ধারালো অস্ত্র দিয়ে ফরমান আলিকে কুপিয়ে চলে যান। এরপর ফরমান আলীর ইট ভাটায় গিয়ে ম্যানেজার আহসান আলিকে মারপিট করে চেয়ার ভাঙচুর করেন। পরে গ্রামবাসী শোলমারি মাঠ থেকে রাশেদকে ধরে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর বলেন, দুপুর ৩টার দিকে আটক রাশেদ আহমেদকে চুয়াডাঙ্গা জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, দুই সপ্তাহ আগে একই ব্যক্তি সাবেক কাউন্সিলর মো. আশু মিয়াকে কুপিয়ে তার একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তখন এ ঘটনায় মামলা হয়েছিল দর্শনা থানায়।