শরণখোলায় ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫৩তম জাতীয় যুব দিবস-২০২৪ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, শরণখোলা প্রেসক্লাবের সদস্য সচিব আনোয়ার হোসেন, সাংবাদিক আঃ মালেক রেজা, উপজেলা এনজিও ফোরামের সভাপতি মীর ছরোয়ার হোসেন, সুন্দরবন আদর্শ সমবায় সমিতির ফয়সাল হোসেন, রূপালী সমবায় সমিতির এনামুল কবির প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ যুব প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ পত্র ও যুব ঋণের চেক প্রদান করেন। প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার আহবান জানান।