নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় “সমবায় গড়বো দেশ” বৈষম্যহীন বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টার সময় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে আকবর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্তকর্তা ফাহাদ হোসেন,বিশেষ অতিথি ছিলেন হাতিয়া থানা অফিসার ইনচার্জ অফিসার তৌহিদুল অনোয়ার, বক্তব্য রাখেন ব্যবসায়ি আবদুল কাদের, মাওঃ তাওফিকুল ইসলাম প্রমুখ।