আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। ভারতের অংশগ্রহণ নিশ্চিত না হলেও ভারতীয় দর্শকদের আকৃষ্ট করতে ভিসা পদ্ধতি সহজ করার আশ্বাস দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মোহসিন নাকভি। যুক্তরাষ্ট্র থেকে আগত শিখ তীর্থযাত্রীদের সঙ্গে এক আলোচনা শেষে এমন আশ্বাস দেন নাকভি। এ সময় তিনি ভারতীয় দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়ার আশা প্রকাশ করে তাদের আমন্ত্রণ জানাতে নিজেদের আগ্রহের কথাও জানান তিনি। নাকভি বলেছেন, ‘ভারতীয় দর্শকদের জন্য টিকিটের বিশেষ কোটার ব্যবস্থা করবো। পাশাপাশি দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থাও কার্যকর করবো।’ নাকভি আশা প্রকাশ করেন, লাহোরে ভারত-পাকিস্তানের জমজমাট ম্যাচ দেখতে ভারতীয় দর্শকরা পাকিস্তান সফর করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা আগামী মার্চে। টুর্নামেন্টের সূচি এখনও ঘোষিত হয়নি। যার মূল কারণ ভারত। তাদের সরকার পাকিস্তান সফরের বিষয়ে রাজি হবে কিনা সেটার ওপরই ঝুলে আছে সব কিছ্।ু উল্লেখ্য,২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তান সফরে যায়নি ভারতীয় দল। ২০০৭ সালের পরও হয়নি কোনো টেস্ট সিরিজ। তারা মূলত খেলে থাকে বৈশ্বিক টুর্নামেন্টে।