বরিশালের হিজলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাজেদুল হক কাওছার ও এমটি মোঃ লোকামান হোসেন মিয়া এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতি, অসদাচারন, টাকা আত্মসাধ এর প্রতিবাদে মানব বন্ধন করেছে স্বাস্থ্যসহকারীগন। মানব বন্ধনের শুরুতেই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ভাড়াটিয়া ল্যাব এইড ফার্মাসিউটিউক্যাল এর ওষুধ রিপ্রেজেন্টেটিভ সাইফুল ইসলাম এর নেতৃত্বে বহিরাগতরা স্বাস্থ্যসহকারীদের উপর দফায় দফায় হামলা চালায়। এতে নিরব ভূমিকা পালন করে থানা পুলিশ। পরিস্থিতি বেগতিক দেখে সেনাবাহিনী খবর দিলে সেনাবাহিনী ঘটনা স্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হাসপাতাল একালাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্বাস্থ্য সহকারীগন মানববন্ধন করেন। শনিবার সকাল ১১টায় হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল স্বাস্থ্য সহকারীগন। ঘটনা সূত্রে জানাগেছে উপজেলা কর্মরত ৩৬জন্য স্বাস্থ্য কর্মীর বিভিন্ন বিল ভাতা বাবাদ ডাঃ মাজেদুল হক ও এমটি লোকমান হোসেন মিয়া স্বাস্থ্যকর্মীদের ২৪ লক্ষ টাকা আত্মসাধ করেন। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অভিযুক্ত করে স্বাস্থ্যকর্মীগন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের তদন্ত কর্মকর্তাগণ আসার পূর্বের ফের মানব বন্ধন করে স্বাস্থ্যকর্মীগন। তদন্তকারী কর্মকর্তাগণ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয়। স্বাস্থ্যকর্মীগন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারন দাবি করেন এবং তদন্ত সাপেক্ষ তাকে আইনের আওতায় আনার দাবি জানান। সেই সাথে তাদের উপর হামলাকারী ল্যাব এইড ফার্মাসিটিউক্যাল এর রিপ্রেজেন্টেটিভ সাইফুল ইসলাকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে হাসপাতাল ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেন।